শনিবার, অক্টোবর ১১

নাগেশ্বরীতে সংবাদকর্মী, রাজনীতিবিদ ও শিক্ষক জাহিদ খানের পিতা আলহাজ্ব ফজলুল হক খানের ইন্তেকাল

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পশ্চিম নেওয়াশী হাজ্বীপাড়া এলাকার উপজেলা বিএনপির সদস্য ও নেওয়াশী জাগরণী বালিকা বিদ্যাবিতান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলোকিত দৈনিক নিউজ পোর্টালের জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম জাহীদ খানের পিতা আলহাজ্ব ফজলুল হক খান বিএসসি, ২ মে শুক্রবার রাত ১টা ১০ মিনিটে নিজ বাসভবনে বার্ধ্যক্ষজনিত কারনে ইন্তেকাল করেন ইন্না..রাজিউন। মৃত্যকালে বয়স হয়েছিল ৮১ বছর। প্রবীণ এই গুণী শিক্ষাবিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আলোকিত দৈনিক-এর সম্পাদক মো. ওমর ফারুক। সেইসাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা-সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আলহাজ্ব ফজলুল হক খান কর্মজীবন শুরু করেন ভুরুঙ্গামারী পাটেশ্বরী বরকোতিয়া উচ্চ বিদ্যালয়ে ১৯৬৯ খ্রি. সালে সহকারী বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে। ১৯৭৮ সালে সিনিয়র সহকারী বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন নাগেশ্বরী ডিএম একাডেমী পাইলট উচ্চ বিদ্যালয়ে। ১৯৯৫ সালে মহিমাগঞ্জ সুগার মিল উচ্চ বিদালয়ে প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন। ২০০৮ সালে
সন্তোশপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী বিএসসি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১০ সালে চাকুরী থেকে অবসরে জান তিনি।

মৃত্যুকালে তার বড় ছেলে নেওয়াশী জাগরনী বিদ্যাবিতান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম জাহীদ খান, ছোট ছেলে বিবিএস ক্যাবলস ঢাকার এ জি এম শরিফুল আলম, বড় মেয়ে ভুরুঙ্গামারী কিশালয় বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক ফরিদা খানম, ছোট মেয়ে বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের
পাবলিক এ্যাডমিনেস্টশনের
ফরিদা খানমসহ নাতি নাতনী ভাই ভাতিজাসহ হাজারো গুণগ্রাহী রেখে যান। একজন সৎ, নিষ্ঠবান ও আদর্শ শিক্ষকের মৃতুতে আত্বীয়স্বজন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সুধীসমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমেছে।

০২ মে ২০২৫ খ্রি. শুক্রবার পশ্চিম নেওয়াশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩ (তিন)টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *