
|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “খাজা মইনুদ্দিন চিশতী (রহ.)-এর ধর্মীয় চিন্তা ও দর্শন” শীর্ষক সেমিনার ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়টির আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফারসি ভাষা সাহিত্য বিভাগের চেয়ারম্যান, লেখক ও গবেষক ড. মুমিত আল রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলী।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ফারসি ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাউসার মুস্তাফা আবুলউলায়ী। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুফি স্পিচ্যুয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী ‘খাজাজী’ এবং ফারসি ভাষা সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।
বক্তারা সকলে তাদের বক্তব্যে অভিন্ন মত প্রকাশ করে বলেন যে, খাজা মইনুদ্দিন চিশতী (রহ ) ছিলেন ইসলামের মহান সাধক এবং চিশতিয়া তরিকার অন্যতম প্রখ্যাত পীর। তিনি তার ধর্মীয় দর্শন ও চিন্তা দ্বারা ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার দর্শনের চিন্তার মূলনীতি ছিল- মানবতা, প্রেম, সহনশীলতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, ঐক্য ও শান্তি, আত্মত্যাগ এবং সেবা, ধর্মীয় আধ্যাত্মিকতা এবং মহানবী হযরত ( সা:)-এর প্রতি শ্রদ্ধা।
অনুষ্ঠানটি বিকাল চারটা থেকে শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলে। যেখানে প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়।