রবিবার, জুলাই ৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দুর্জয় গ্রেপ্তার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তাকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে আটক করা হয়। ১৮ এপ্রিল, শুক্রবার সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত দুর্জয় কুড়িগ্রাম সদর উপজেলার কালির আলগা গ্রামের মোতালেব সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান। তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নজরদারিতে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *