
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত (আংশিক) আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন ৬ জন স্থানীয় সাংবাদিক। ৮ এপ্রিল (সোমবার) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে বিশিষ্ট সাংবাদিক মো: শফিউল আলম (শফি) দৈনিক ভোরের আকাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম, দৈনিক ভোরের ডাক ও আলোকিত দৈনিক এবং সাংবাদিক মো: জাহিদুল ইসলাম খান দৈনিক নিরপেক্ষ ও আলোকিত দৈনিক জেলা প্রতিনিধি।
এদিকে পৌর বিএনপির নব গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাংবাদিক ওমর ফারুক, দৈনিক সোনালী কণ্ঠ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আ: মোমেন, দৈনিক কালবেলা ও সাংবাদিক আশরাফ হোসেন আপেল দৈনিক দেশ বাংলা।
কমিটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তিকে দলীয় কর্মকাণ্ডে অভিজ্ঞ ও সমাজসচেতন ব্যক্তিদের সম্পৃক্ত করার ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন অনেকেই। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানান, যোগ্য, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দলকে আরও শক্তিশালী করতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।