সোমবার, আগস্ট ২৫

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ আহত ৪

|| ড. মোঃ গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার সন্ধ্যায় (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভূঁইয়াগাতী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৫৫) ও উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের শিশু সন্তান মেরাজুল ইসলাম (১২)। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

আহত ব্যক্তিদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। উদ্ধারকাজে নিয়োজিত রায়গঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, আহতরা হলেন উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মজেম উদ্দিনের ছেলে মোতালেব (৫৫), ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কুটিরচর গ্রামের গোলাপ শেখের ছেলে সাগর আলী (২০), ওই গ্রামের আব্দুল করিমের স্ত্রী লামিয়া (২৫)। আহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী ১টি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে আরও ১জন মারা যান। অটোভ্যানে থাকা আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ বলেন, ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *