
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪ টায শহরের এস এস রোডে অবস্থিত ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি তার বক্তৃতায় বলেন, আমরা যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করি, তাহলে ফ্যাসিস সুযোগ নেবে এবং তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এজন্য সকল রাজনৈতিক দলকে ম্যাসিস্ট এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং নিজেদের ভুল বোঝাবুঝি থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে পবিত্র রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।