
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার ২০নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ মার্চ) জেলা শহরের এস এস রোডে ডাবলু এফ চাইনিজ রেস্টুরেন্টে পেশাজীবীদের নিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
পেশাজীবী ইউনিটের সভাপতি বিশিষ্ট ব্যাংকার আবু কাওসার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সম্মানিত আমির অধ্যাপক আব্দুল লতিফ। তিনি তার বক্তৃতায় তিনি বলেন, রমজান হচ্ছে সংযমের মাস। এই ঈদে আমরা ছেলেমেয়েদের পাঁচটা সাতটা জামাকাপড় দিচ্ছি। অথচ আমার পাশের বাড়ির অনেকেই একটি জামাই কিনতে পারেনি। নিজে একটি কম কিনে পাশের বাড়ির মানুষকে দেওয়াই হচ্ছে রমজানের শিক্ষা।

সবশেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে সাহায্য কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি তার বক্তৃতা শেষ করেন।
উক্ত ইফতার মাহফিলে শহরের বিভিন্ন ব্যাংকের চাকরিরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং অন্যান্য চাকরিজীবীসহ প্রায় ১৫০ জন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।