শনিবার, অক্টোবর ১১

কুড়িগ্রামে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯নং ওয়ার্ডের ডায়নারপাড় এলাকাবাসী বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা সবাই অংশ নেন। তাদের মূল দাবি ছিল — স্থানীয় ভূমি দস্যু মোঃ বেলাল হোসেনের অবৈধ দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মোঃ বেলাল হোসেন প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা ও সাধারণ মানুষের ব্যক্তিগত জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। এতে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।

প্রতিবাদে অংশ নেওয়া এক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন,”আমরা বছরের পর বছর এই অবিচার সহ্য করছি। বেলাল হোসেন আমাদের চলাচলের রাস্তা দখল করে নিয়েছেন। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। আজ আমরা রাস্তায় নেমেছি, আর সহ্য করব না। তার অবৈধ দখলদারি বন্ধ করতেই হবে।”

বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। তিনি এলাকাবাসীর অভিযোগ শোনেন এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ইউএনও বলেন,”জনগণের চলাচলের রাস্তা দখলের ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

বিক্ষোভ শেষে এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,”প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

এলাকাবাসীর এই প্রতিবাদ কর্মসূচি প্রমাণ করেছে — অন্যায়, অনিয়ম ও দখলবাজির বিরুদ্ধে তারা আর নীরব থাকবে না। তাদের একটাই প্রত্যাশা — প্রশাসন সঠিক পদক্ষেপ নিলে জনগণ আবার স্বাভাবিক চলাচলের অধিকার ফিরে পাবে।

এই বিক্ষোভ কর্মসূচি এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদের শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *