
|| মোহাম্মদ রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জ শহরে রাস্তার ড্রেন নির্মাণ করতে গিয়ে কাজের সময় বাড়ির দেয়াল ধসে পড়ে ২জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ২জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শাহেদ নগর বেপারী পাড়া মহল্লার শাহজাহান আলীর বাড়ির দেয়াল ধসে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের একজন সদর উপজেলার বহুলি ইউনিয়ন ও গ্রামের পঞ্চদাসের ছেলে কোমল চন্দ্র দাস (৩৫) এবং অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক কমল চন্দ্র জানান। সকাল থেকেই পৌরসভার ড্রেন নির্মাণ কাজ চলছিল হঠাৎ পাশের বাড়ির দেয়াল ধসে এই মৃত্যুর ঘটনা ঘটে।