রবিবার, জুলাই ২৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপি সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৫/৩ এস-এর কাছে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিশেষ টহল দল এ অভিযান চালায়।

বিজিবির তথ্যমতে, পাচারের গোপন খবর পেয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ১৯ সদস্যের বিশেষ টহল দল দ্রুত অভিযানে নামে। অভিযান চলাকালে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়।

বিজিবি দল পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে
৫টি ভারতীয় NX-200 ATHENA গান,১টি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি,৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি,১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি)।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, “সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল আরও জোরদার করা হয়েছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এই সফল অভিযানে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *