
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ মার্চ) নাগেশ্বরী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি উমর ফারুক, বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাম মাষ্টার, বিএনপি নেতা আশরাফ হোসেন আপেল, নাগেশ্বরী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদ মাধ্যমের স্বাধীনতা মত প্রকাশে স্বাধীনতা যায়যায়দিন পত্রিকা ডিক্লেয়ারেশন বাতিলের করে কি প্রমাণ করতে চান? অনতিবিলম্বে প্রত্রিকার ডিক্লেয়ারেশন ফিরিয়ে দিয়ে পত্রিকা প্রকাশের ব্যাবস্থা গ্রহণ করতে সরকারের সংস্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।