শুক্রবার, মার্চ ১৪

ইছাআবা ঢাকা আলিয়ার উদ্যোগে ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া মারা গেছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয় । গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে আছিয়ার মৃত্যুতে সরব সব শ্রেণিপেশার মানুষ।

আজ শুক্রবার (১৪ মার্চ) দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের মুল ফটকে এসে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি আজিজুল হক ফাহিম শিশু আছিয়ার ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে বলেন, সরকার যদি তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে না পারে তাহলে যেন জনতার হাতে ছেড়ে দিন, ছাত্র-জনতা তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করবে।

এছাড়াও ঢাকা আলিয়া মাদ্রাসার ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব বলেন, আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। তিনি বলেন, প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *