
|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) পৌর শহরের আল স্বাদ হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ২৭ অক্টোবর প্রথমবার গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তি পেলেও আবারও তাঁকে গ্রেপ্তার করা হলো। আহসান হাবীব রানা উপজেলার কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
থানা–পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী ছাত্রদের তুলে নিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর উলিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৮০ জনকে আসামি করা হয়। ওই মামলার ভিত্তিতেই আহসান হাবীব রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।