
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||
সারাদেশের ধর্ষকদের বিচারের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরের দিকে বেলকুচিতে “বৈষবিরোধী ছাত্র আন্দোলন এবং অত্র উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে” বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে শেষ করা হয়।
এসময় ছাত্র-প্রতিনিধি মুসা হাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, ছাত্রনেতা শাহেদ মাহমুদ হৃদয়, উপজেলা শিবিরের সেক্রেটারি আরিয়ান ইসমাইল, সমাজকর্মী জুয়েল আল-হাসান, মুক্তার প্রামাণিক।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি শাখার নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।