
|| জাহিদ খান | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||
কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী ওই গ্রামের নেছার শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকালে ইউনুস আলী বাড়ির পাশের রসুনক্ষেতে নিড়ানির কাজ করছিলেন। জমির সীমানায় থাকা একটি শিমুল গাছের ডালে মৌচাক ছিল। হঠাৎ সেই মৌচাক ভেঙে যায়, ফলে একঝাঁক মৌমাছি তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
মৌমাছির কামড় সহ্য করতে না পেরে ইউনুস পাশের একটি পুকুরে লাফিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, “সকালে জমিতে কাজ করার সময় মৌমাছির কামড়ে গুরুতর আহত হন ইউনুস ভাই। আমরা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি, কিন্তু পথেই তিনি মারা যান।”
স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া জানান, “একাধিক মৌমাছির কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”
একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এই মর্মান্তিক ঘটনায় শোকাহত। স্থানীয়রা জানান, মৌমাছির আক্রমণ এড়াতে গাছের আশপাশে সতর্ক থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।