
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে ইউক্রেনের যেকোনো যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে “রক্ষাকবচ হিসেবে কাজ করতে” অনুরোধ করবেন। তার মতে, এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার ইউক্রেনে হামলা করতে নিরুত্সাহিত হবেন। এফপি নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে স্টারমার ওয়াশিংটনে পৌঁছান। ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিয়ে ইউরোপজুড়ে উদ্বেগ বাড়ার সময় তিনি দেশটিতে যান। ইতোমধ্যেই আশঙ্কা করা হচ্ছে যে, পুতিনের সাথে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন কমিয়ে দিতে পারেন।
পুতিনের সাথে ট্রাম্পের আলোচনা যদি সফলভাবে যুদ্ধ শেষ করতে পারে, তাহলে ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপের। আর এই প্রস্তাব নিয়ে সামনে থেকে কাজ করছে যুক্তরাজ্য ও ফ্রান্স।