রবিবার, আগস্ট ২৪

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে ভারত

|| স্পোর্টস ডেস্ক ||

চ্যাম্পিয়ন্স ট্রফির হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুই দলেরই লক্ষ্য গ্রুপপর্বে নিজেদের অবস্থান আরও সুসংহত করা। আগের ম্যাচে জয় পাওয়া ভারত আজও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে, অন্যদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন এনেছে—ইমাম-উল-হক ফিরেছেন একাদশে, ফখর জামান বাদ পড়েছেন।

পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টস জিতে জানান, ‘উইকেট ভালো মনে হচ্ছে, তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। বড় লক্ষ্য দিতে চাই। আইসিসি ইভেন্টের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা স্বাভাবিক পরিকল্পনা ধরে রাখতে চাই। এখানকার কন্ডিশন আমাদের চেনা, আমরা অতীতে ভালো খেলেছি এবং আজও সেরাটা দিতে চাই।’

ভারত অধিনায়ক রোহিত শর্মার টস হার নিয়ে কোনো আক্ষেপ নেই। বরং আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘টসের ফল বড় কিছু নয়, তারা জিতেছে, তাই আমরা বোলিং করছি। উইকেট আগের ম্যাচের মতোই মনে হচ্ছে, একটু ধীরগতির হতে পারে। আমাদের ব্যাটিং লাইনআপ অভিজ্ঞ, তাই জানি কীভাবে সামলাতে হবে। দলগত পারফরম্যান্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের ম্যাচ সহজ ছিল না, কিন্তু সেই চাপে খেলেই নিজেদের যাচাই করা ভালো।’

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়্যার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

পাকিস্তানএকাদশ: ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *