
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||
বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বগুড়ার সদরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
বাঘোপাড়া খোলার ঘর যুব সমাজের আয়োজনে এতে বিশেষ অতিথির ছিলেন বিএডিসি রংপুর বিভাগের সাবেক যুগ্ম পরিচালক আলহাজ্ব আসাদুর রহমান নান্নু এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রবিউল হাসান (দারুন)। এসময় বিএনপি ও অঙ্গদল এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এবং স্থানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুবুল হাসান (সাহিন), আওয়াল হোসেন, সাদ্দাম হোসেন রনি, নাছির হোসেন, এ্যাডভোকেট মুঞ্জুরুল হক মঞ্জু, শাহ আলম রাসেল, তরিকুল ইসলাম পিন্টু, মোঃ তোজাম, ইসরাঈল হোসেন, আবু তালেব, জুয়েল আহমেদ, সারোয়ার হোসেন আকন্দ, ফিরোজ আহম্মেদ, আজিম হোসেন, আবু ফাত্তাহ সোহেল, রফিকুল ইসলাম, রেজাউল করিম, রিয়াজুল ইসলাম (রিতু) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন।