বুধবার, ফেব্রুয়ারি ৫

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ চলছে। ৭০ আসনবিশিষ্ট এই বিধানসভার ভোট হবে একদিনেই। শনিবার (৮ ফেব্রুয়ারি) বোঝা যাবে, টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি (আপ) আসবে, নাকি ২৭ বছর পর বিজেপি তাদের হারিয়ে দিল্লি দখল করবে।

দিল্লি অঞ্চলে নির্বাচনি এলাকা দুটি। নয়াদিল্লি বিধানসভা ও কালকাজি বিধানসভা। উভয় আসনেই এবার লড়ছেন হেভিওয়েট প্রার্থীরা। এবারের ভোটে আপকে হারাতে কোমর কষে নেমেছে বিজেপি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও এই ভোটে কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস। এই ভোট শতাব্দীর প্রাচীন দল কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। গত দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস একটি আসনও জিততে পারেনি।

কেজরিওয়ালের দলকে ক্ষমতাচ্যুত করা না গেলে সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয় বলে গণ্য হবে। শুধু পরাজয়ই নয়, সেটা হবে মোদির পরাজয়ের হ্যাটট্রিক। এতে ২০১৫ ও ২০২০ সালের পর ২০২৫ সালেও দিল্লি তার কাছে অধরা থেকে যাবে। প্রায় তিন দশক ধরে দিল্লি বিধানসভায় জিততে পারেনি কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যান্য রাজ্যের মতো এবার দিল্লিতেও বিজেপির লড়াইয়ের মুখ প্রধানমন্ত্রী মোদি।

এবার নয়াদিল্লি আসনে লড়ছেন আপ থেকে অরবিন্দ কেজরিওয়াল, বিজেপি থেকে সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে প্রভেষ ভার্মা ও কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতের ছেলে সন্দ্বীপ দিক্ষিত।

অন্যদিকে কালকাজি আসনে লড়ছেন আপ থেকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিসি সেন, বিজেপি থেকে সাবেক সংসদ সদস্য রমেশ বিধুরী ও কংগ্রেস থেকে মনোনয়ন পেয়েছেন আলকা লাম্বা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *