|| ধর্ম ডেস্ক ||
আগামী বছর থেকে টঙ্গীর তুরাগ তীরের ময়দানে ইজতেমার আয়োজন ও তাবলীগি কার্যক্রম পরিচালনা না করার শর্তে চলতি বছর টঙ্গীতে ইজতেমার অনুমতি পেয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্তটি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।
আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াতের (মাওলানা সাদ এর অনুসারী) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এই বছর দ্বিতীয় পর্বে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।