মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪

চীনের লাদাখ দখল নিয়ে লোকসভায় মুখ খুললেন রাহুল গান্ধী

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ ব্যর্থ হয়েছে এবং আমাদের তুলনায় যেকোনও বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।

লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের উপর আলোচনায় সোমবার মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কংগ্রেস পার্টির সংসদ সদস্য রাহুল গান্ধী বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদির দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী।

প্রধানমন্ত্রী সবার সামনে বলছেন, চীনা আগ্রাসন হয়নি। কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা দখল করে আছে চীন।

রাহুল গান্ধী আরও বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলে যাচ্ছেন। আমরা এই করেছি, এই করেছি, এই করেছি।

যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের উপর ভর দিয়ে। অথচ, এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বাড়বৃদ্ধি ঘটলেও দেশের কোনও উন্নয়ন হয়নি।

আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছি। যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের কড়ি নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত ১০ বছর এগিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *