সোমবার, ফেব্রুয়ারি ৩

অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ভারী বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অস্ট্রেলিয়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ। এ বন্যায় রবিবার (২ ফেব্রুয়ারি) এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ দেশের বন্যা কবলিত উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার এবং কুমির থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।

দেশটিতে নদীর পানির উচ্চতা ঐতিহাসিক রের্কড ছাড়িয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের কিছু অংশে ২৪ ঘন্টায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় টাউনসভিলের বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

বন্যার পানি বৃদ্ধির কারণে স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টাউনসভিল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কম গুরুত্বপূর্ণ অস্ত্রপচার বিলম্বিত হয়েছে।

কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান ডেভিড ক্রিসাফুলি রোববার সতর্ক করেছেন, কেবল তীব্রতাই নয় বরং বন্যার স্থায়িত্বও বেশি।

স্থানীয় পুলিশের মতে, কেয়ার্নস থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে গ্রামীণ শহর ইনঘামে নৌকা ডুবে গেলে রবিবার এক নারীর মৃত্যু হয়েছে। পরিবেশ বিভাগ জনগণকে শান্ত পানিতে ঘুরে বেড়ানো কুমিরের ব্যাপারে সতর্ক করেছে।

পূর্বাভাস বলছে, সোমবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কিছু এলাকায় ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *