
|| আব্দুল হামিদ সরকার ||
বাংলার আকাশ ডাকে আমায়
মেঘের ভেলায় ভাসতে,
গগনের শশী, উদীয়মান রবি
বাংলা অপরুপ দেশ যে।
বাংলার আকাশ ডাকে আমায়
পাখির ডানায় উড়তে,
সাত সমুদ্র পেড়িয়ে আমি
চলি পদ্মার জলে নাইতে।
বাংলার আকাশ ডাকে আমায়
তারার আলো মাখতে,
মুঠো মুঠো আলোয় শোভিত
চড়ুই শালিকের নাচ যে।
বাংলার আকাশ ডাকে আমায়
রংধনুর কোলে বসতে,
বিশ্ব সেরা ভূমি যে আমার
লাল সবুজের দেশ যে।
বাংলার আকাশ ডাকে আমায়
আবির রঙে মিশতে,
রাঙা ফড়িং, ফিঙে পাখি
কদম্বফুলের দেশ যে।
বাংলার আকাশ ডাকে আমায়
চাঁদের খেয়ায় উঠতে,
রাখবো মুক্ত বাংলার গগন
রৌদ্র সোনালির দেশ যে।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ১ ফেব্রুয়ারি, ২০২৫।