শনিবার, জুলাই ৫

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা

|| আন্তর্জাতিক ডেস্ক ||

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা। বুধবার (২৯ জানুয়ারি) তার নাম ঘোষণা করা হয়।

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পতনের মুখে ঠেলে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন আহমেদ আল শারা। সিরিয়ায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে, আল শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে এবং তিনি সংবিধান স্থগিত করে এই পদক্ষেপ নিয়েছেন। এই সিদ্ধান্ত আসাদবিরোধী সামরিক কমান্ডারদের একটি বৈঠকে নেওয়া হয়েছে।

নতুন প্রেসিডেন্ট শারা জানিয়েছেন, তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা সিরিয়ার শাসন পরিচালনা করবে, যতক্ষণ না একটি নতুন সংবিধান অনুমোদিত হয়। এছাড়া, তিনি বলেছেন, আসাদবিরোধী সব বিদ্রোহী গোষ্ঠীকে ভেঙে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে একীভূত করা হবে।

সেনা কমান্ডারদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে শারা বলেন, নতুন নেতৃত্বের সামনে “বিশাল দায়িত্ব ও কঠিন চ্যালেঞ্জ” অপেক্ষা করছে। তিনি দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশ পুনর্গঠনে কাজ করার প্রতিশ্রুতি দেন।

গত ডিসেম্বর মাসে আল-আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে শারা বলেছিলেন, সিরিয়ায় নতুন নির্বাচন হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *