সোমবার, জুলাই ২৮

বিসিবিতে ক্লাব-কর্মকর্তারা আসবেন দুপুরে, আলোচনায় যা থাকছে

|| স্পোর্টস ডেস্ক ||

গেল দুই সপ্তাহজুড়ে আলোচনায় ছিল দেশের ক্লাব কর্মকর্তারা এবং বিসিবি। এর পেছনে বড় কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব করেছিল। যেখানে ক্লাবগুলোর প্রতিনিধি সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব করা হয়। যে কারণে এর প্রতিবাদ করে লিগ বর্জন করছিল ঢাকার ক্লাবগুলো। ফলে সঠিক সময়ে এখনো শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিতাও হয়নি যে কারণে।

গেল শনিবার বিসিবির বোর্ড মিটিং ছিল যেখানে আলোচনা হয়েছে এই ইস্যুতেও। এই নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে ফাহিমের নেতৃত্বে ওই গঠনতন্ত্র কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই সিদ্ধান্তের পর একদিন বিরিতি দিয়ে আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বিসিবি কার্যালয়ে আসবেন ঢাকার সব ক্লাব কর্মকর্তারা। সেখানে আলোচনা হবে প্রথম বিভাগ ক্রিকেট দ্রুত মাঠে গড়ানো নিয়ে। এ নিয়ে মোহামেডান ক্লাবের ক্রিকেট কর্মকর্তা তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান প্রথম বিভাগ ক্রিকেট দ্রুত শুরুর জন্যই সিসিডিএমে আলোচনায় বসবেন তারা।

এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল নিয়েও থাকবে আলোচনা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে দলবদল। পরের সপ্তাহে মাঠে গড়াবে খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *