
|| আব্দুল হামিদ সরকার ||
বড়ো সাহেব বসতেন সদা হেলনা চেয়ারে,
সিগারেটে টান মেরে পিয়ার আলী কইরে?
জ্বী হুজুর আইতাছি ডাহেন কি মোরে,
ওরে বধির চাকর বেটা থাপ্পড় মারবো তোরে।
নাস্তা-পানির খবর কই ওরে সোনার চান,
ভুড়িতে মোর ভুখ লেগেছে যায় যে মোর প্রাণ।
পিয়ার আলী দিলো এনে পোরাটা আর ডিম,
ডজন খানেক খেয়ে সাহেব ধরলো ভীষণ ঝিম।
ভুড়িতে তেল মেখে সাহেব পড়লেন শুয়ে,
পিয়ার আলী বসে হেতায় দিলো হাত বুলিয়ে।
পিয়ার আলী বসে বসে ভাবে একা মনে,
সারা জীবন মরলুম খেটে সুখ নির্বাসনে।
এমন সময় বড়ো সাহেব উঠলো ঘুম জেগে,
চাকর বেটা ডাকিসনি কেন দোলে মস্ত রাগে।
অগ্নিমূর্তি ধারণ করে থাপ্পড় মারলো কষে,
রুগ্ন দেহে পিয়ার আলী মনে ঘৃণা পোষে।
চাকর হলেও মানুষ তো বটে, রক্তে মাংসে মানুষ,
বড়ো লোকে অহংকারে কেবলই তারা বেহুশ।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২৩ জানুয়ারি, ২০২৫।