
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||
বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি এলাকায় সরকারি খাস জমি, কৃষি জমি এবং রাস্তা-ঘাট মাটি খেকোদের দখলে।
ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় দিনের পর দিন এ মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।
অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ ম্যানেজের মাধ্যমে এই কর্মকাণ্ড নির্বিঘ্নে চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোলাগাড়ি হাই স্কুলের পেছনের সরকারি খাড় থেকে শুরু করে উচলবাড়িয়া (কাহালু সীমান্ত) পর্যন্ত বিশাল এলাকার খাস জমি এবং কৃষি জমি দেদারসে কেটে নেওয়া হচ্ছে।
১৫ ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ সরদার, ঘোলাগাড়ির বাইজিদ, হাবিবুরসহ আরও কয়েকজন ব্যক্তি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ছায়ায় এসব কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, নুনগোলা ইউনিয়নের বিভিন্ন এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। কৃষি জমি কেটে সেগুলো বিলীন করা হচ্ছে, যা স্থানীয় কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বগুড়া সদর থানার পুলিশ এবং সিভিল প্রশাসন এসব কর্মকাণ্ডে জড়িতদের কাছ থেকে নিয়মিত টাকা পেয়ে চুপ করে আছে। প্রশাসনের এমন ভূমিকা মাটি খেকোদের আরও বেপরোয়া করে তুলেছে।
সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। মাটি কাটার ফলে সড়কগুলো প্রায় অচল হয়ে পড়েছে। মাটি বহনকারী ভারী ট্রাকের কারণে ঘোলাগাড়ি থেকে উচলবাড়িয়া পর্যন্ত সড়ক ধ্বংস হয়ে গেছে।