|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||
বগুড়ায় ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল করেছে বাংলাদেশ যুবঅধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখা। রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮ টায় শহরের সাতমাথা এলাকায় এই মশাল মিছিল করে তারা।
সম্প্রতি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় উগ্র নাগরিক ও বিএসএফ এর উগ্র আচারণের বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশের নিরীহ মানুষের উপর হামলা, সীমান্ত এলাকার গাছ কাঁটা ও আগ্রাসনের প্রতিবাদে এই মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক এবং সমন্বয়ক
এম এস এ মাহমুদ। যুবঅধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সাংগঠিক সম্পাদক মোঃ শিপন মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন, নন্দীগ্রাম উপজেলার আহ্বায়ক মোঃ আসলাম সরকার, শেরপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক রিপন মাহমুদ ও ইউসুফ আলী।
আরও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সৈকত আলী-(ভারপ্রাপ্ত), সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল হাদিদ, নন্দীগ্রাম উপজেলা ছাত্র অধিকার পরিষদের মোঃ শহিদ সালমান, আজিজুল হক কলেজ ছাত্র অধিকার পরিষদের মোঃ আফ্রিদী হাসান,সারিয়াকন্দি উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোঃ সীমান্ত হক, শাহজাহানপুর উপজেলা ছাত্র পরিষদের মোঃ রিয়াদ হোসাইন।