
|| মো. নুরুল হুদা ||
আমার শিক্ষক
আমার গুরু,
যাঁদের হাতে
আমার হাতেখড়ি
শিক্ষার শুরু।
কেউ বেঁচে আছেন
কেউবা মৃত,
যাঁদের অবদানে
হয়েছি আজ শিক্ষিত।
শ্রদ্ধা-ভালোবাসা
আর কৃতজ্ঞতা জানাই
হে শিক্ষাগুরু,
ইহ-পরকালে চাই
কল্যাণ আপনার
অন্যায়ে নাহি রই ভীরু।
চালু থাকুক আপনাদের জন্য
সাদকা যারিয়াহ
হে আমার শিক্ষকবৃন্দ!
লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ২৫ ডিসেম্বর, ২০২২ খ্রি.।