
|| আল-আমিন হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধি ||
বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিশারী ল্যাবরেটরী স্কুল এন্ড কোচিং সেন্টারে ২০২৪ সালের প্লে থেকে ৮ম শ্রেণী এবং কোচিং শাখাা ৫ম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় মোঃ আল-আমিন হোসেন, ও মোঃ আসাদুল ইসলাম এর সঞ্চালনায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আল আমিন হোসেন, পরিচালক মোছাঃ রুপা খাতুন, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, ৭নযগণিত শিক্ষক মোঃ আসাদুল ইসলামসহ অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই ফলাফল শুধু তোমাদের মেধার প্রতিফলন নয়, বরং কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অগ্রগতির একটি চিহ্ন। তবে মনে রাখতে হবে, পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত সফলতার মাপকাঠি নয়। এটি একটি ধাপ, যা তোমাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।