সোমবার, অক্টোবর ২৭

ইউআইটিএসে অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’২৪-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কেন্দ্রীয় কালচারাল কমিটি ও ছাত্র কল্যাণ দপ্তর কর্তৃক আয়োজিত অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চূড়ান্ত পর্বে বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল- “উন্নয়নশীল দেশকে এগিয়ে নিয়ে যেতে সাধারণ শিক্ষার চাইতে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অধিক।” বিষয়ের পক্ষে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘Team Absolute Zero’ এবং বিষয়ের বিপক্ষে অবস্থান করে ফার্মেসি বিভাগের দল ‘Pharma Pros’। প্রতিযোগিতাটি উভয় পক্ষের যুক্তি তর্কের মাধ্যমে বেশ উপভোগ্য হয়ে ওঠে। বিচারকমন্ডলীর সুচিন্তিত বিচার বিশ্লেষণের পর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দল ‘Team Absolute Zero’।

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।

ফাইনালে বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন বিজনেস অনুষদের ডিন ও কালচারাল কমিটির আহবায়ক ড. ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা আফরিন।

বিতর্ক প্রতিযোগিতাটি গত ২০ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দে জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে মোট চল্লিশটি দল বিতর্ক প্রতিযোগিতা ২০২৪-এ অংশগ্রহণ করে। নকআউট ভিত্তিক প্রতিযোগিতা শেষে সেরা দুটি টিমের মধ্যে আজ ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিজয়ী দলের আবু বকর সিদ্দিক রাতুল।

বিতর্ক প্রতিযোগিতা শেষে একই কমিটি আয়োজিত ‘অনুভূতির সত্য ও সুন্দর প্রকাশ কবিতা’ শীর্ষক অন্তঃবিশ্ববিদ্যালয় বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৪ এর সেরা তিন জনের আবৃত্তি পরিবেশিত হয়। আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল জোবায়ের, দ্বিতীয় স্থান অর্জন করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী এস এম গোলাম রাব্বানী কিবরিয়া এবং প্রথম স্থান অর্জন করে আইন বিভাগের শিক্ষার্থী জাওয়াতা আফনান।

উপাচার্য দুই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট, বই এবং প্রাইজমানি প্রভৃতি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস-সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *