|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে শরৎকালীন সেমিস্টার ২০২৪-এর প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন মেধাবী শিক্ষার্থীকে “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে প্রতি সেমিস্টারের ন্যায় এই সেমিস্টারেও মেধাবী শিক্ষার্থীদেরকে এই বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের মাঝ থেকে মাত্র সাতাশ জন শিক্ষার্থীকে তাদের মেধা ও নৈতিকতার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়, যেন তাদের শিক্ষা জীবন একটু সুন্দর করতে পারে। তিনি বলেন এই বৃত্তি তোমাদের অর্জন। তোমাদের এই মেধা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগাবে, যেন এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও দেশের মুখ উজ্জল হয়। উপাচার্য বৃত্তি প্রদানের জন্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছো জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান সঞ্চালিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে এই বৃত্তির উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, আইন অনুষদের ডিন ড. মোঃ নাহিদুল ইসলাম, ছাত্র কল্যাণ উপদেষ্টা শুভ দাস, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারীসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।