
|| বিনোদন ডেস্ক ||
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। সেই আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে ‘রুম নম্বর ২০১১’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’ চলচ্চিত্রটি।
এতে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী। জিসান এর আগে মনপুরা, থ্রি ইডিয়টসহ বেশ কিছু চলচ্চিত্রের দৃশ্য রিমেক করে আলোচনায় আসেন।
জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে।
‘রুম নম্বর ২০১১’ চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা জিসান আহমেদ বলেন, আবরারের ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সরাসরি বায়োপিক নয়; এটির দৈর্ঘ্য ২০-২৫ মিনিট হবে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি।
এ নির্মাতা বলেন, বুয়েটের ক্যাম্পাস আর আমাদের ক্যাম্পাসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সেটি দর্শক দেখলেই বুঝতে পারবেন। আমরা মূল ঘটনার দিকে বেশি মনোযোগ দিয়েছি।
শো-তে উপস্থিত থাকবেন শহীদ আবরার ফাহাদের পরিবার, জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়াও উপস্থিত থাকবেন জাবি প্রশাসন, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন মিডিয়া ও তারকা ব্যক্তিত্ব।