শনিবার, অক্টোবর ১১

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এই প্রাক্তন গর্বিত ছাত্র ও শিক্ষককে সংবর্ধনা দিলো এসোসিয়েশনটি। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় রাজধানীর মিরপুর-১ এর সিটিমহল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফয়েজ এম সিরাজুল হক।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাতকে ইবি অ্যালামনাই এসোসিয়েশনের সংবর্ধনা

মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও এস.এম মিজানুর রহমান সঞ্চালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবু জাফর খান, ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার প্রাক্তন সভাপতি আবু ত্বহা মো. নুরুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ইআবি কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ অ্যালামনাইবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *