বৃহস্পতিবার, নভেম্বর ২১

২০২৫ সালে চাহিদার তুলনায় বাড়বে জ্বালানি তেলের সরবরাহ : আইইএ

|| নিউজ ডেস্ক ||

আগামী বছর (২০২৫ সালে) বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নভেম্বরের তেলের বাজারের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি তেলের উদ্বৃত্ত উত্তোলন থাকতে পারে।

তারা মনে করছে, এই অতিরিক্ত সরবরাহের প্রধান কারণ হলো চীনের দুর্বল অর্থনীতি। আইইএর তথ্য অনুযায়ী, এই বছর বৈশ্বিক তেলের চাহিদার ওপর ‘মূল চাপ’ ছিল চীনের চাহিদার পতন।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র, গায়ানা, আর্জেন্টিনা এবং ব্রাজিলের মতো দেশগুলোর নেতৃত্বে ওপেক বহির্ভূত দেশগুলোতে তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

আইইএ এর পূর্বাভাস অনুযায়ী, ওপেকভুক্ত নয় এমন দেশগুলো সম্মিলিতভাবে প্রতিদিন ১৫ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির পথে রয়েছে। এটি সংস্থার বিশ্বব্যাপী তেল ব্যবহার বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে বেশি।

সৌদি আরবের নেতৃত্বাধীন তেল উৎপাদক গোষ্ঠী ওপেক প্লাস সাম্প্রতিক বছরগুলোতে সরবরাহের ওপর চাপ কমানোর জন্য তাদের ২২ লাখ ব্যারেল দৈনিক উৎপাদন কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা আগামী জানুয়ারি মাস থেকে উৎপাদন কোটা বাড়ানোর কাজ শুরু করতে পারে।

আইইএ আরও জানিয়েছে, তাদের সর্বশেষ বিশ্লেষণে দেখা যাচ্ছে, ওপেক প্লাস উৎপাদন হ্রাস অব্যাহত রাখলেও, আগামী বছর বৈশ্বিক সরবরাহ চাহিদার তুলনায় প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি উদ্বৃত্ত থাকবে। তবে কোভিড মহামারি, রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে বাজারে যে অস্থিরতা দেখা দিয়েছে, একটি শিথিল সরবরাহ পরিস্থিতি সেই বাজারে প্রয়োজনীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *