রবিবার, অক্টোবর ১২

বেলকুচিতে সীমানা দখলকে কেন্দ্র করে বৃদ্ধ আহত

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবেশীর সাথে জমির সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে হবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার আজুগড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত হবিবুরকে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের এনায়েতপুর থানাধীন আজুগড়া চরের মৃত জাকারিয়ার ছেলে। এ ঘটানায় উভয়পক্ষের আরও কয়েকজন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, পূর্ব থেকেই তাদের মধ্যে জমির সীমানা নিয়ে দ্বন্দ চলছিল। শুক্রবার সকালে হবিবুর রহমানের জমির মধ্যে রাজমত আলীর জনবল নিয়ে সীমানা বেড়া দেয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পরে। রাজমত গং এর লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হবিবুর রহমানকে আঘাত করলে সেসহ কয়েকজন আহত হয়। এর মধ্যে হবিবুর রহমান গুরুতর আহত অবস্থায় বেলকুচি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হবিবুরের ভাতিজা রবিউল ইসলাম জানান, আমার চাচার জমির ভিতরে ঢুকে অবৈধভাবে দখল করতে আসে আওয়ামীলীগ ও যুবলীগের কর্মী রাজমত গং। তারা আমার চাচাকে হত্যার উদ্দেশ্য সাবল দিয়ে আঘাত করে। চাচা অল্পের জন্য রক্ষা পেয়েছে। আমি এর সঠিক বিচার চাই।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, জমির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষে হবিবুর রহমান আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *