সোমবার, জুলাই ৭

মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রবের সঙ্গে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য আমার দেশ সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান। সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। আমার দেশ সম্পাদক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজ খবর নেন ও এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় দৈনিক আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ উপস্থিত ছিলেন।

মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকসহ অতিথিবৃন্দ।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য দৈনিক আমার দেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে বলেন, গত পতিত সরকারের দুঃশাসন, স্বৈরশাসন, অপশাসনের বিরুদ্ধে কলাম সৈনিক মাহমুদুর রহমান ও আমার দেশ যে সাহসী ভূমিকা রেখেছে, তা আগামী দিনের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি দৈনিক আমার দেশ নতুন করে প্রকাশের উদ্যোগ নেয়ায় ড. মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার দেশ- জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছিল তা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এ সময়।

সাক্ষাৎকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য ইঞ্জিনিয়ার আবুল বাশার, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস. এম. মাহবুব-উল-আলম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো: মাহবুব আলম, কন্ট্রোলার অব এক্সামিনিশন্স এ. এইচ. এম. আবু সায়ীদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. শেখ হাবিবুর রহমান, সেন্টার ফর জেনারেল এডুকেশনের সহকারী অধ্যাপক ড. সাবিহা সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *