শুক্রবার, নভেম্বর ২২

কেমন হলো সাফ খেলতে যাওয়া নারী ফুটবলারদের এইচএসসি’র ফলাফল

|| স্পোর্টস ডেস্ক ||

বর্তমান চ্যাম্পিয়নের তকমা নিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে নেপালে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়েন সাবিনা-মারিয়ারা।

এর প্রায় ঘণ্টা দেড় পর নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ নারী দলকে বহনকারী বিমান। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে প্রকাশ করা হয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল।

বাংলাদেশ নারী জাতীয় দলে ডাক পাওয়া ২৩ ফুটবলারের মধ্যে চারজন দিয়েছিলেন এইচএসসি পরীক্ষা। এদের মধ্যে পাস করেছেন দুজন। তাদের মধ্যে ৪.৩ জিপিএ পেয়ে পাস করেছেন আফিদা খন্দকার। এ ছাড়া পাস করেছেন শাহেদা আক্তার রিপাও।

তবে উত্তীর্ণ হতে পারেননি জাতীয় দলের দুই তারকা তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তহুরা ২, আর শামসুন্নাহার ১ বিষয়ে অনুত্তীর্ণ হন। মঙ্গলবার সকালে যখন এইচএসসি পরীক্ষার ফলা প্রকাশ করা হয়, তখন নেপালগামী বিমানে ছিলেন নারী ফুটবলাররা।

কাঠমান্ডু বিমানবন্দরে নামার কিছু পরেই পরীক্ষার ফল জানতে পারেন তারা। এদিকে বর্তমান শিরোপাজয়ী বাংলাদেশ দলকে কাঠমান্ডু বিমানবন্দরে অভ্যর্থনা জানায় নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

দলের প্রত্যেক ফুটবলারকে পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। বিমান ভ্রমণের কারণে মঙ্গলবার অনুশীলন করবে না বাংলাদেশ দল। টিম হোটেলের সুইমিংপুলে সাঁতারে রিকভারি করার পরিকল্পনা রয়েছে নারী দলের।

বুধবার (১৬ অক্টোবর) নেপালে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশীপ। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। ২০ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে সাবিনারা। এরপর ২৩ অক্টোবর গ্রুপপর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *