বৃহস্পতিবার, নভেম্বর ২১

রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে ডিআইইউ শিক্ষার্থীদের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||

বিশ্বনবী মুহাম্মাদ (স.) এর বিরুদ্ধে ভারতের বিতর্কিত ধর্মনেতা রামগিরি মহারাজের করা কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদল ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থী। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদযোহর ঢাকার নতুন বাজার এলাকায় ভারতীয় হাইকমিশন সংলগ্ন বাশতলা ইউটার্নের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে ডিআইইউ শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রতিনিধি মুহাম্মাদ মুহতাসিম। তারা ভারতের ধারাবাহিক ইসলাম বিদ্বেষী কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া ভারতের মুসলিমদের উপর আক্রমণ, মসজিদসমূহে আঘাত ও বাংলাদেশের সীমান্তে অন্যায় হত্যা বন্ধের জন্য ভারতীয় হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। সর্বশেষ তারা কটুক্তিকারী ধর্মনেতা রামগিরি ও সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ রানের দৃষ্টান্ত শাস্তি দাবি করে দু’আ-মুনাজাতের মাধ্যমে মানববন্ধনের সমাপ্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *