রবিবার, জুলাই ২৭

কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে পণ্ড

|| স্পোর্টস ডেস্ক ||

কানপুর টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে এখনো শুরু হয়নি খেলা। বাড়ছে অপেক্ষা। তাই দুই দলের খেলোয়াড়রা স্টেডিয়ামের ড্রেসিংরুম ছেড়ে হোটেলে ফিরেছে। মাঝে থামলেও এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সুপার সপার দিয়ে মাঠকর্মীরা কাজ চালিয়ে যান। তাতে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন তাই বৃষ্টিতে পণ্ড হলো।

আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, কানপুর টেস্টের প্রথম তিন দিন থাকবে বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলাই হয়নি। দ্বিতীয় দিনে নির্ধারিত সময়ে ম্যাচ মাঠেই গড়ায়নি। দুই দলের খেলোয়াড়দের আপাতত তাই অপেক্ষা ছাড়া আর কিছুই করণীয় নেই। খেলা কখন শুরু হবে এ বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি। বৃষ্টি কমলে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত জানাবেন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুই আম্পায়ার প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন। বৃষ্টির কারণে প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলাই হয়নি। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।

মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তারা ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ভারতের হয়ে আকাশদীপ দুইটি ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট দখল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *