লেবানন ও ইসরায়েলের সীমান্তে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা ২১ দিনের (৩ সপ্তাহ) সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার।
১২ সদস্য বিশিষ্ট এই জোট এক যৌথ বিবৃতিতে বলেছে, তাৎক্ষণিক ২১ দিনের যুদ্ধবিরতি যুদ্ধের মারাত্মক পরিস্থিতি কমানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করবে। একইসঙ্গে গাজায় চলমান সংঘাত নিয়েও তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই শত্রুতা ‘অসহনীয়’ এবং আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়ানোর মতো অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি করেছে। ফলে ইসরায়েল ও লেবাননের সাধারণ মানুষের জন্য তা হুমকি হয়ে উঠছে।
এদিকে ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছেন, হিজবুল্লাহর ওপর ব্যাপক বিমান হামলা চালানোর মাধ্যমে তারা লেবাননে ‘শত্রুদের ভূখণ্ডে প্রবেশের’ পথ সুগম করতে চাচ্ছেন।
সপ্তাহজুড়ে ইসরায়েল-লেবানন যুদ্ধে লেবাননে প্রায় ৩ শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারসহ ৬ শতাধিক নাগরিক নিহত হয়েছে এবং ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
গত ৩ দিনে লেবাননে দেড় হাজার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে, উত্তর ও মধ্য ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের মধ্যাঞ্চলে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। এরপরই নড়েচড়ে বসে পশ্চিমারা।