বৃহস্পতিবার, নভেম্বর ২১

ইবির নতুন উপাচার্যের সঙ্গে তালাবার সৌজন্য সাক্ষাৎ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ নকীব নাসরুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইবি শাখার নেতৃবৃন্দ। এসময় সংগঠনটির সভাপতি কাইয়ুম হোসেন নতুন উপাচার্যকে অভিনন্দন জানান এবং তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইবির নতুন উপাচার্যের সঙ্গে তালাবার সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড মুহাম্মদ নকীব নাসরুল্লাহর সঙ্গে তালাবা নেতৃবৃন্দের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। নেতৃবৃন্দ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তালাবার অবদানের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। পাশাপাশি একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উপাচার্য নকীব নাসরুল্লাহ বলেন, তোমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে এবং সকল সংগঠনের সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।

ইবির নতুন উপাচার্যের সঙ্গে তালাবার সৌজন্য সাক্ষাৎ

তালাব সভাপতি কাইয়ুম হোসেন ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষার মান উন্নয়নে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি এনটিআরসিতে আরবী প্রভাষক পদে আবেদন করার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীদের জন্য বৈষম্য দূর করতে উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে প্রস্তাবিত বিভাগগুলো খোলার আহবান জানান।

এই সাক্ষাৎ অনুষ্ঠানে তালাবার বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *