বৃহস্পতিবার, নভেম্বর ২১

NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ: ইউআইটিএসে অ্যাক্টিভেশন ওয়েবিনার

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি), ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ডিপার্টমেন্ট অব ইনফরমেশন টেকনোলজি (আইটি)-এর সহযোগিতায় NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ অ্যাক্টিভেশন ওয়েবিনার সফলভাবে আয়োজন করেছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই ইভেন্টটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন, যারা বিশ্বব্যাপী এই হ্যাকাথনের সম্পর্কে আরও জানতে এবং অংশগ্রহণ নিয়মাবলী অন্বেষণ করতে আগ্রহী ছিলেন।

NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ একটি সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্ট, যা বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের একত্রিত করে মহাকাশ অন্বেষণের সাথে বাস্তব-বিশ্বের চ্যালেঞ্জগুলি সমাধান করার জন্য সম্পর্কিত। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS)-এর সহযোগিতায় BASIS স্টুডেন্টস ফোরাম এবং ক্লাউড ক্যাম্প বাংলাদেশ-এর সহযোগিতায় এই স্থানীয় ইভেন্টটি NASA-এর একটি বৃহত্তর বিশ্বব্যাপী উদ্যোগের অংশ। বিশ্বব্যাপী ৩৫০+ শহরে অনুষ্ঠিত এই ৪৮ ঘণ্টার হ্যাকাথনটি উদ্ভাবনকে উৎসাহিত করার এবং মহাকাশ অন্বেষণ এবং বিজ্ঞানের সুযোগগুলোতে প্রবেশের বাধা দূর করার লক্ষ্যে কাজ করে।

জাতীয় হ্যাক-এ-থনটি ৪-৫ অক্টোবর, ২০২৪ তারিখে বিশ্বব্যাপী একই সাথে আয়োজন করা হচ্ছে। ২০২৪ সালের NASA ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর থিম হল “দ্য সান টাচেস এভরিথিং!” স্পেস অ্যাপসে আমরা মহাকাশ এবং বিজ্ঞানের সুযোগগুলোতে প্রবেশের বাধা দূর করার চেষ্টা করি।

এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট বক্তাদের মধ্যে ছিলেন: বিপ্লব ঘোষ রাহুল (ডিরেক্টর, BASIS), অভিজিৎ ভৌমিক (কনভেনার, NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ), মোহাম্মদ মাহদি উজ জামান (সলাহকার, NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ), তৌফিক এলাহী পলাবন (সহকারী ম্যানেজার, ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন, BASIS), অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম (ডীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ইউআইটিএস), ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন (ডিরেক্টর, আইকিউএসি এবং সহকারি অধ্যাপক, সিএসই বিভাগ, ইউআইটিএস), আল ইমতিয়াজ (সহযোগি অধ্যাপক ও প্রধান, সিএসই বিভাগ, ইউআইটিএস)। এছাড়াও প্রায় ১০০ জন শিক্ষার্থী এই সেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ওয়েবিনারটি NASA স্পেস অ্যাপস চ্যালেঞ্জ সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করেছে, অংশগ্রহণকারীদের দল গঠন করতে এবং মহাকাশ-সম্পর্কিত সমস্যার উদ্ভাবনী সমাধান বিকশিত করতে অনুপ্রাণিত করেছে। এই ইভেন্টের সাফল্য ইউআইটিএসের শিক্ষার্থীদের বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোতে অংশগ্রহণের সুযোগ প্রদান করে উদ্ভাবনকে উৎসাহিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *