শনিবার, নভেম্বর ২৩

নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে ইবি শিক্ষার্থীরা

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি

চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত তিনটায় ক্যাম্পাসের বাসযোগে ত্রাণসামগ্রী নিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে তারা। এসময় তারা প্রায় ৭ লক্ষ ৬০ হাজার টাকা সমমূল্যের সামগ্রী নিয়ে বের হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ ত্রাণ কার্যক্রমে অংশ নেন। তারা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। এছাড়া ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন গ্রাম ও মসজিদ থেকে বন্যার্ত মানুষের জন্য ফান্ড কালেকশন করেন তারা।

পরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে প্যাকেটিংয়ের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা তিন দিনের কর্মযজ্ঞের পর মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসযোগে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেন শিক্ষার্থীরা। এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার পর বানভাসি মানুষের পুনর্বাসনের কাজেও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে ইবি শিক্ষার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *