শনিবার, অক্টোবর ১১

জাতীয় কবির ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ‘কবি নজরুল সাহিত্য মঞ্চ’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ‘কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম)’। মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিসৌধে নানা কর্মসূচি পালন করা হয়।

কনসামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন)-এর নেতৃত্বে এবং কনসামের ব্যবস্হাপনা পরিচালক ও ঢাবির সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সার্বিক ব্যবস্হাপনায় শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়। কর্মসুচিতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন কনসামের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ রফিকুল ইসলাম, নির্বাহী পরিচালক ইঞ্জি. মোঃ মোজাহি রতন, নির্বাহী পরিচালক মোঃ কবির হোসেন, ধর্ম ও আপ্যায়ন পরিচালক হাফেজ মাওলানা ফিরোজ আলম, সাংবাদিক অমর প্রমুখ। জিয়ারত শেষে মুনাজাত পরচালনা পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ জিয়াউদ্দীন হাসান।

মাজার প্রাঙ্গণে তাৎক্ষণিক সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কনসামের চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দিন আহমেদ (শাহীন) ও ব্যবস্হাপনা পরিচালক মেহেদী হাসান। চেয়ারম্যান তার বক্ত্যব্যে কবি নজরুলের জাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতি এবং কবির জন্ম/ মৃত্যু দিবসে সরকারি ছুটির বিষয়ে জোড়ালো দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *