বন্যার্তদের সহযোগিতা করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের এক দিনের বেতন বাবদ আট লক্ষ ত্রিশ হাজার টাকা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ময়নুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রফেসর হক, মানবিক সহায়তায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেছেন। এছাড়াও তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।