মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪

পদোন্নতির দাবিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন

বৈষম্যের শিকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা পদোন্নতি ও পদন্নোয়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর বছিলাস্থ বিশ্ববিদ্যালয়ের সামনে ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নামেন তারা।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০১৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়। তবে প্রতিষ্ঠার পর থেকে কর্মকর্তা, কর্মচারীদের পদোন্নতি দেওয়া হয়নি। ফলে কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

আন্দোলনরত একজন সেকশন অফিসার বলেন, আমরা ২০১৫ সাল থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মরত। বিভিন্ন ভিসি আসছেন কিন্তু আমাদের গত ৯ বছরে কাউকেই পদোন্নতি দেওয়া হয়নি। আমরা বৈষম্যের শিকার। আমাদের পদোন্নতি দেওয়ার জন্য আন্দোলন করছি। অফিসার আরো বলেন, আওয়ামী লীগের দালাল ভিসি ড. আব্দুর রশিদ সুকৌশলে আমাদেরকে পদোন্নতি বঞ্চিত করে ছাত্রলীগ এবং নিজের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের চাকুরি দেওয়ার জন্য ৩টি বিজ্ঞাপন দিয়েছেন। আমরা চরম বৈষম্যের শিকার। আমদের দাবি পদোন্নতি দিতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। পরে প্রো ভিসি বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা ১১(৩) অনুযায়ী ভিসির দায়িত্ব পালন করছেন। তাই অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *