দেশের মেধাবী নির্মাতা আশফাক নিপুন। বড় পর্দায় এখনো কাজ না করলেও ওটিটিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন। নির্মাণ করেছেন দর্শক প্রিয় বেশকিছু ওয়েব সিরিজ। যার মধ্যে অন্যতম ‘মহানগর’। যেটি প্রকাশের পর দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পায়।
২০২১ সালের জুনে ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায়। এই সিরিজের একটি চরিত্র দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়। যেই চরিত্রে অভিনয় করেন অভিনেতা মোশাররফ করিম। চরিত্রটির নাম ‘ওসি হারুন’। এই সিরিজ নির্মাণের জন্য বাসায় থাকতে পারেননি তিনি। তাকে পালিয়ে থাকতে হয়েছিল বিভিন্ন জায়গায়। সম্প্রতি এই অভিজ্ঞতা নিয়ে দেশের একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন নিপুন।
এই নির্মাতা বলেন, ‘মহানগর’ ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। তবে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমার সামনে কাজ করার ইচ্ছে আছে। সেই জায়গা থেকে আমি এইটুকু বলতে পারি। তাহলো। ‘মহানগর’ সিরিজের সফলতা নিয়ে আমরা একটি পার্টি রাখি এক মাস পর। ঠিক তার পরদিন আমার কাছে একটি কল আসে। একটি প্রতিষ্ঠান থেকে। আমাকে তাদের অফিসে যেতে বলে, আমি তখন তাদের বলি আমি ঢাকায় নেই। তারপর তারা আমাকে বলে, আপনার লোকেশন তো ঢাকা দেখাচ্ছে। তখন আমি বলি কখন আসতে হবে। এটা শুনে ফোন করা ব্যক্তি রেগে কল কেটে দেয়। তারপর আরেক নম্বর থেকে আমার কাছে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলে যেন তাদের অফিসে যাই। এরপর নিয়মিতই আমাকে তাদের অফিসে যেতে হতো। তারপর আমার আইনজীবী আমাকে বাসায় থাকতে নিষেধ করেন। বলেন নিজের বাসায় থাকলে ঝামেলা হতে পারে। কিছুদিন একটু লুকিয়ে থাকুন। এই পুরো বিষয়টি আমি গল্পের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই।
এরপরের ঘটনা নির্মাতা সেভাবে আর প্রকাশ করতে চাননি। তিনি তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেন।
এরপর ‘মহানগর-২’ শিরোনামেও ওয়েব সিরিজ নির্মাণ করেন এই নির্মাতা। তার জন্যও তাকে বিভিন্ন সময় ঝামেলায় পড়তে হয় বলে জানান আশফাক নিপুন।
‘মহানগর ২’-এ মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ।