ইসলামে দোয়ার গুরুত্ব অনেক। দোয়াকে বলা হয়েছে ইবাদতের মগজ। হাদিস অনুযায়ী, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। আর মুমিন মাত্রই আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিখারি। নিজের মধ্যে কোনো ভুল আছে কি না—সেই চিন্তা তাকে ব্যথিত করে। সেজন্য মহান আল্লাহর সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকার জন্য, একটি সুন্দর জীবন পাওয়ার জন্য তাঁরই কাছে প্রার্থনা করা উচিত।
প্রিয়নবী (স.) এমন একটি দোয়া করতেন, যেখানে রয়েছে দ্বীনের ব্যাপারে নিজেকে সংশোধন, একইসঙ্গে সুন্দর সমৃদ্ধ পরিশুদ্ধ জীবন ও আরামদায়ক মৃত্যুর আকাঙ্ক্ষা। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে নবীজির সেই দোয়াটি হলো—
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা আসলিহলী দ্বীনিয়াল্লাজী হুয়া ইসমাতু আমরী, ওয়া আসলিহ লী দুনইয়ায়াল্লাতি ফীহা মাআশি, ওয়া আসলিহ লী আ-খিরাতীললাতী ফীহা মাআদী ওয়াঝআলিল হায়াতি জিয়াদাতালী ফী কুল্লি খাইরিন ওয়াঝআলিল মাওতা রাহাতা লী মিন কুল্লি শাররিন।’
অর্থ: ‘হে আল্লাহ! আপনি আমার দ্বীনের ব্যাপারে আমাকে সংশোধন করে দিন, যে দ্বীন আমার রক্ষাকবচ। আপনি সংশোধন করে দিন আমার দুনিয়াকে, যেথায় আমার জীবিকা (রয়েছে), আপনি ইসলাহ (কল্যাণকর) করে দিন আমার আখেরাতকে, যেখানে আমাকে প্রত্যাবর্তন (করতে হবে)। আপনি আমার জীবনকে দীর্ঘায়িত করে দিন প্রত্যেকটি কল্যাণময় কাজের জন্য এবং আপনি আমার মৃত্যু কে আরামদায়ক বানিয়ে দিন সব মন্দ থেকে।’ (সহিহ মুসলিম: ৬৬৫৫)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দ্বীনের ব্যাপারে নিজেকে সংশোধন করতে এবং সুন্দর জীবন-মৃত্যু লাভ করতে উপরোক্ত দোয়া বেশি বেশি পাঠ করার তাওফিক দান করুন। আমিন।