
বাংলাদেশে মুসলিম, হিন্দু, বোদ্ধ, খ্রিস্টান সবার সহাবস্থান করার সমান অধিকার আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু সুযোগসন্ধানী দুষ্কৃতকারী হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ভাংচুর করেছে, যা ন্যাক্কারজনক ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান, অপরাধীদের খুঁজে বের করে যথাযত শাস্তি দিন।
আজ রবিবার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র ( এনএসবি পার্টি ) কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।
মহাসচিব আহমদ শফী আশরাফী আরও বলেন, ক্ষমতার চেয়ারে বসে, জুলুম নিপীড়ন করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, যা আমাদেরকে ৫ আগস্ট শিক্ষা দিয়ে গেছে। সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। হিন্দুদের জান মালের নিরাপত্তা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।